ঝিনাইদহে ফেনিসিডিল মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ৫২০

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ মোঃ আলমগীর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন সুইট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার সুইট মোড় এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব- ১৫-২৪০৮) তে তল্লাসী চালায় র‌্যাব। এসময় ৪১ বোতল ফেনসিডিলসহ মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মৃত জহির উদ্দিন বেপারীর ছেলে। 

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।