টাঙ্গাইলে ছয় প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা


টাঙ্গাইলের ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকার দায়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলা বল্লা বাজার এলাকায় ওই অভিযান চলানো হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দি ডেইলি নিডস পাঁচ হাজার টাকা, মা ফার্মেসী ২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল ১২ হাজার টাকা, পাপন মেডিকেল হল ১০ হাজার টাকা, সিয়াম হোটেল ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেল দুই হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলার কালিহাতী উপজেলায় বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, কসমেটিক্সের দোকানে নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বাসি খাবার বিক্রির অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে কালিহাতী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নাজমা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক আবু জবার উজ্জ্বল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।