ঘারিন্দা ইউনিয়নে
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতানশেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্টের সকল শহীদদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়ার নাট মন্দিরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
