আগামীকাল ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্তদিবস

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৭:৫২ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৫৪১

আজ ১০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্তদিবস। ৭১’সালের এই দিনে পাক-হানাদারদের কবল থেকে টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর স্বাধীনতা লাভ করে। এই দিন মুক্তিযোদ্ধারা বীরের বেশে প্রথমে টাঙ্গাইলের ধনবাড়ী,মধুপুর,ঘাটাইল,কালিহাতী, গোপালপুর তথা উত্তর টাঙ্গাইলে প্রবেশ করে এবং পর্যায় ক্রমে চতুরদিক থেকে হানাদার বাহিনীর উপরে ঝাপিয়ে পড়ে।

এসময় পাক হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের হাতে মৃত্যুবরন করেন। টাঙ্গাইলের ধনবাড়ী,মধুপুর দুই উপজেলা পাকহানাদার মুক্ত হয় এবং ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ঘরে ঘরে উড়েছিল লাল সবুজের বিজয় পতাকা। ১৯৭১ সালের এই ডিসেম্বর মাসে টাঙ্গাইলের ধনবাড়ীর পানকাতা গ্রামে পাকহানাদার বাহিনীরা প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন সাধারন মানুষ কে ধরে নিয়ে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। পরে পানকাতা গ্রামে শাহাদৎবরণ কারী শহীদদের কে গনকবর দেওয়া হয়।

বীরতারা ইউনিয়নের কদমতলী এলাকায় বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান নোধা’র নেতৃত্বে ঐ এলাকার সকল মুক্তিযোদ্ধারা কদমতলী হাইস্কুল মাঠে ঘাঁটি স্থাপনকরা পাকিস্থানী হানাদার বাহিনীর পাক সেনা দের কে যুদ্ধ করে হত্যা করেন।

তারপরই কদমতলী হাই স্কুল মাঠে স্বাধীন দেশের পতাকা তুলে জয় বাংলা ধ্বনি দিতে থাকে। সেই থেকেই কদমতলী’র ঐ জায়গাটিতে জয়বাংলা নামে হাট বাসানো হয়েছে বলে তৎকালীন জয়বাংলা(কদমতলী) বাজার তথা বীরতারা ইউনিয়নের প্রথম চা বিক্রেতা বীরকদমতলী ডাকঘরের ই.ডি.ডিএ কর্মচারী আবুল হোসেন, বীরকদমতলী ডাকঘরের পোষ্ট মাষ্টার আ: আজিজ, ছালাম মাষ্টার সহ অরো অনেকে জানান।

ধনবাড়ী পৌর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রাজীব ভদ্র অপু জানান, ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামে পাকহানাদার বাহিনীরা প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন সাধারন মানুষ শাহাদৎবরণ কারী শহীদদের কে পানকাতা গ্রামে গনকবর দেওয়া হয়েছে। সেই মহান মুক্তিযোদ্ধের সময় দেশের জন্য প্রাণ দেওয়া শহীদ বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে ও আগামী নতুন প্রজম্ম কে মুক্তিযেদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই ধনবাড়ীর গনকবর টি কে সরকারীভাবে সংস্কার করার দাবী জানায়।

ধনবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু সহ মুক্তিযোদ্ধা ইউছুব আলী জানান,  ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে ধনবাড়ী ও মধুপুর দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদের স্মরণে দোয়া, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।