পেকুয়ায় ১৪ মামলার আসামীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ

জেলা সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশিত: ০৭:০৪ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬৩

পেকুয়ায় মোঃ জমির (৩৮) নামের ১৪ মামলার আসামীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া, শিমুল ও লুৎফুরের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও ২রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। মোঃ জমির একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া বলেন, মোঃ জমিরের বিরুদ্ধে ১৪টি চলমান মামলার মধ্যে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উপজেলার পাহাড়ী অঞ্চল সমূহে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব করে অস্ত্রধারী বাহিনী গঠন করে সে। তাকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করলেও সর্বশেষ আটক করতে সক্ষম হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জমিরকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।