মাভাবিপ্রবি'র ডেপুটি রেজিস্ট্রারের স্ত্রীর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬ এএম, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ১২৮৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মু. হারুন অর রশিদের স্ত্রী রাবেয়া বেগম (৬২) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন।
 
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
 
উল্লেখ্য, রাবেয়া বেগম মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুই ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও এক ছেলে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। মরহুমের মৃতদেহ বাদ আসর জানাজা নামাজ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে।
 
মু. হারন অর রশিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪২ বছর ভাইস চ্যান্সেলর অফিসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন, বর্তমানে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত।