বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে

প্রতি আসনের জন্য পরীক্ষা দিয়েছে ১৭ জন

তনয় বিশ্বাস
প্রকাশিত: ১০:০৪ এএম, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ১১০৭

শিক্ষার শহর নামে পরিচিত টাঙ্গাইল শহরে প্রতিবছরের ন্যায় এবছরেও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবছর ষষ্ঠ শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে ১৭ জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে।

২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের ৫ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে প্রভাতি এবং দিবা শিফটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৩৭৭ জন।

পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৯৩ জন এবং অনুপস্থিত পরীক্ষাথীর সংখ্যা ১৮৪ জন। গড়ে দুই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে প্রতি আসনে পরীক্ষা দিয়েছে ১৭ জন পরীক্ষার্থী। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে দুই শিফটে ১২০ টি আসনের জন্য পরীক্ষা দিয়েছে ২ হাজার ৩৮৪ জন। গড়ে প্রতি আসনে লড়েছে প্রায় ২০ জন।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে উপস্থিত পরীক্ষার্থী ১ হাজার ৮০৯ জন। এই প্রতিষ্ঠানে ১২০ টি আসনে গড়ে পরীক্ষা দিয়েছে ১৫ জন পরীক্ষার্থী। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিটিউটসহ ৫ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে নয়টি আসনের জন্য পরীক্ষা দিয়েছে ২২২ জন পরীক্ষার্থী। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে একটি আসনে লড়েছেন ৮৬ জন। দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৭ম এবং ৮ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলে প্রতিবছরই এই দুই সরকারি প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর বহুল প্রতীক্ষিত অপেক্ষায় থাকেন অভিভাবকরা। সেই চিত্র লক্ষ করা গিয়েছে বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের গেটের সামনে উপস্থিত অভিভাবকদের উপস্থিতি দেখে।

অভিভাবকরা জানান, “আমাদের ছেলে মেয়েদরকে বিন্দুবাসিনীতে চান্স পাওয়ানোর জন্য সেই ভাবেই লেখাপড়া করিয়েছি। এই দুই প্রতিষ্ঠানে লেখাপড়ার মানও অনেক ভালো। তাই ছেলে-মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চাই। সেজন্য পরীক্ষা দিতে নিয়ে এসেছি। এখন ফলাফলের অপেক্ষায় আছি।”

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ জানান, “ বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এবছর শান্তিপূর্ণ ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। খুব শীঘ্রই সঠিকভাবে খাতা মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।”