ঝিনাইগাতী উপজেলা

যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ১৮৪

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য রাকিবুল হাসান রুকন ও জাহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২২ফেব্রয়ারি বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার সময় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও উপজেলা যুবলীগ অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ন আহবায়ক শাহ আলম।

মাবনবন্ধন ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, গত ২১জানুয়ারি/১৮ তারিখে ঝিনাইগাতী হাসপাতালে কাঞ্চন মালা নামে এক নারী রোগীর চিকিৎসা অবহেলার কারনে রেফার্ড করলে পরবর্তী রোগীটি মৃত্যু হয়। ওই দিন চিকিৎসা অবহেলার কারণে ডাঃ এএসএস মফিদুল ইসলামের সাথে উপজেলা যুবলগের ২ নেতার কথাকাটাকাটি হয়।

এরই সূত্র ধরে ডাঃ এএসএম মফিদুল ইসলাম বাদি হয়ে ঘটনার একদিন পর ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাকিবুল হাসান রুকনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করলে আজ পর্যন্ত যুবলীগ নেতা রুকন জেল হাজতে ও মিলন আত্বগোপনে রয়েছেন। মানববন্ধনে যুবলীগ নেতার মিথ্যা মামলা প্রত্যাহার,কারাবন্ধি রুকনের নিশর্ত মুক্তি ও ডাঃ এএসএম মফিদুল ইসলামের চিকিৎসা অবহেলার কারণে শাস্তি এবং বিভাগীয় তদন্ত দাবি করে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সদর ইউপি চেয়ারম্যন ও আওয়ামীলীগ নেতা মোফজ্জল হোসেন চাঁন, যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়শা সিদ্দিকা রুপালী, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি শাহাজাহান, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মনা মিয়া ও ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান এবং নিহত কাঞ্চন মালার স্বামী মতিউর রহমান প্রমূখ।

মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে গ্রেফতারকৃত যুবলীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ দায়ী ডাক্তারের শাস্তি এবং বিভাগীয় তদন্ত দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম।

এ ব্যাপারে ডাঃ এএসএম মফিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাহার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ডিউটিরত অবস্থায় আসামীদ্বয় কর্তব্য কাজে বাধাসহ প্রকাশ্যে জনসন্মুখে লাδিত করেন বিধায় আমি তাহাদের বিরুদ্ধে মামলা দায়ের করি”।