নারী সমাবেশে স্বামীর জন্য ভোট চাইলেন স্ত্রী আয়েশা সিদ্দিকী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, রোববার, ২৩ ডিসেম্বর ২০১৮ | ১১৫৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর - ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেনের জন্য নারী সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ছানোয়ার হোসেনের স্ত্রী আয়েশা সিদ্দিকী ।

রবিবার ২৩ ডিসেম্বর সকালে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে নারী সমাবেশে ভোট চান স্ত্রী আয়েশা সিদ্দিকী ।

এসময় আয়েশা সিদ্দিকী বলেন নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করুন। ছানোয়ার হোসেনের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে ছানোয়ার হোসেনের নৌকার মার্কায় ভোট দিন।  শেখ হাসিনার নৌকায় ভোট দিলে এলাকার এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হবে। কোনো অভিঘাত বা বাধা বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না।  বিকল্প নেই।

সমাবেশে অংশ নিতে সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার ১৮টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। হাজার হাজার মহিলা নেতাকর্মীদের পদচরনায় মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোন। সমাবেশ শেষে নৌকা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে শেষ হয়।