ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ইএসডিও প্রকল্পের নাটক ভালো থাকার গল্প

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০ এএম, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | ৬০৭

ঠাকুরগাঁও ইএসডিও ওয়াশ প্রকল্পের আওতায় ভালো থাকার গল্প নাটক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ইএসডিও গড়েয়া ইউনিয়নের আয়োজনে ডাংগি পুকুর গ্রামে এ নাটকটি অনুষ্ঠিত হয়।

গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো)'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ড. আক্তার জাহান ফারিয়া সুলতানা।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়াটার এইড রংপুর জোনের কোঅর্ডিনেটর রেজাউল হুদা মিলন, ভার্গ বাংলাদেশের ফোকাল মো: মাসুদ হাসান, এসকেএসের ফোকাল জাহিদ হোসেন সোহেল, ইএসডিওর ফোকাল জামিনী কুমার রায়, স্বওয়াপ ঠাকুরগাঁওয়ের প্রকল্প ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল প্রমুখ সহ ওয়াটার এইড বাংলাদেশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।