টাঙ্গাইলে নারী সমাবেশে নৌকায় ভোট চাইলেন নেতাকর্মীরা


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর -৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেনের জন্য নারী সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন জেলার সকল নেতাকর্মীরা।
রবিবার ২৩ ডিসেম্বর সকালে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে নারী সমাবেশে ভোট চান নেতাকর্মীরা ।
সমাবেশে অংশ নিতে সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার ১৮টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। হাজার হাজার মহিলা নেতাকর্মীদের পদচরনায় মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোন। সমাবেশ শেষে নৌকা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে শেষ হয়।
টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ার বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর - ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মেনু, ছানোয়ার হোসেনের স্ত্রী আয়েশা সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক মেহের নিগার তন্ময়, যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ ,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা তর্থ্য বিষায়ক সম্পাদক সোলায়মান হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক রুমা খান,
নেতাকর্মীরা তারা আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে সরকারের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লক্ষে টাঙ্গাইল সদর -৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
অনুষ্ঠান টি সঞ্চলনায় ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন।