আমি জনগণের সেবক হতে চাই- ছানোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, রোববার, ২৩ ডিসেম্বর ২০১৮ | ৮০৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর -৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে তাই প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে বিদ্যৎ পাওয়া যাচ্ছে। দুর্গম চরাঞ্চলের রাস্তাঘাটও পাকা হয়ে গেছে। এলাকায় কোন চরমপন্থী সন্ত্রাসীদের আনাগোনা নেই, মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। আমি জনগণের সেবক হতে চাই, নেতা হতে চাই না।

রবিবার ২৩ ডিসেম্বর সকালে টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যোনে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে নারী সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরোও আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সাথে থেকে একসঙ্গে কাজ করতে চাই। তার জন্য কোন অস্ত্র ও বাহিনীর প্রয়োজন নেই। আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আজ যারা আমার জন্য যারা নৌকায় ভোট চাচ্ছেন তারা তাদের আমি জানাই আন্তরিক ধন্যবাদ। আমি জাসিন যারা নৌকার জন্য কাজ করছেন তারা বঙ্গবন্ধুর আর্দশ ও শেখ হাসিনাকে ভালোবেসেই ঐক্য ভাবে কাজ করছেন।

এ সময় ছানোয়ার হোসেন নারীদের সামনে শেখ হাসিনার সরকারের উদ্যোগ, অর্জন ও উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, এই সরকার দেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর সরকারের লক্ষ্য বাস্তবায়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যথায়, দেশে চরম অরাজকতা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়ন থেমে যাবে।