বেনাপোল চেকপোস্টে ১২ পিস স্বর্ণ বারসহ ১ জন আটক

মোঃ নাজমুল হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৭২৬

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ১২ টি সোনার বারসহ শহিদুল্লাহ (৩৭) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ক্ষুদির জঙ্গল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে।

বুধবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় ভারতে প্রবেশ এর আগে সন্দেহজনক তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর Bp-০০৭৫৬৩৩.

বেনাপোল শুল্ক গোয়েন্দারা জানান, পাসপোর্ট যাত্রী শহিদুল্লাহ ভারতে যাওয়ার জন্য প্যাসেন্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশের জন্য রওনা দিলে তার গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময় তাকে চেকিং রুমে নিলে সে জানায় তার পায়ূ পথে ১২ টি সোনার বার আছে। পরে শহিদুললাহকে কলা জুস খাইয়ে স্বর্নগুলো বের করে শুল্ক কর্তপক্ষ।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা ১২ টি সোনার বারসহ শহিদুললাহ নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত সোনারবার কাস্টম হাউসে জমা দেওয়া হবে।এবং তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়়েছে। আটককৃত স্বণের্র মূল্য ৬০ লক্ষ টাকা।