সাপাহারে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২:৪৪ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ২১০

“মাদক কে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া (করলডাঙ্গা) গ্রামের যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবছরের ন্যায় ওই গ্রামের যুব-সমাজ বিভিন্ন খেলার আয়োজন করে থাকে এবছর তারা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবল খেলার আয়োজন করে।

ফুটবল খেলায় বিশ্বকাপ ফুটবলে এলাকার যুবকরা সাধারণত যে দল গুলোর সমর্থক হয়ে থাকে সেই চিরপ্রতিদ›দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক দের আলাদা করে দুই দলে খেলাটি পরিচালিত হয়েছে খেলাটি দেখতে উৎসুক জনতা ছিল অনেক। এ খেলায় ব্রাজিলকে ১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা দলের সমর্থকরা।

ওই গ্রামের যুব সমাজ জানান, এরকম খেলা যদি আরও বেশি বেশি পরিচালনা হয় তাহলে আমাদের এলাকার যুবসমাজ মাদকের সাথে এবং যে কোন খারাপ কাজের সাথে জড়াবে না আমরা শান্তিপ্রিয় গ্রাম ও আদর্শ গ্রামে রুপান্তরিত হব।