টাঙ্গাইলে রফাতুল্লাহ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৩৫ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ৪২৩

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজ ও ধরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মরহুম রফাতুল্লাহ সরকারের ৫৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

১১ নভেম্বর শনিবার দুপুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সহকারি শিক্ষক মো. জামাল মিয়া, অবিভাবক মো. আব্দুস সবুর মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ধরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামসুন্নাহার, সাবেক ব্যাংকার মো. তোফাজ্জাল হোসেন, গর্ভনিং বডির সদস্য মো. ওয়ারেছ মিয়া, মো. হান্নান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওই এলাকার মো. হযরত আলী। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।