নানা আয়োজনের মধ্যদিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ | ১০০

র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

বহুল প্রচারিত এই মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মজলুমের কণ্ঠকে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লারেব সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

শেষে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩১ পাউন্ডের কেক কাটেন অতিথিরা। 

এর আগে মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পত্রিকাটির আরও সফলতা কামনা করেন।