বগুড়ায় সাবেক সেনা সদস্য খুন

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৫৩৬
বগুড়ায় ছিন্তাইকারীর ছুরিকাঘাতে জাহান বক্স না‌মে এক সাবেক সেনা সদস্য খুন হয়েছে। বুধবার ভোর  সাড়ে ৫টার দিকে শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত জাহান বক্স বগুড়া শহ‌রের চকলোকমান কলোনি এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, সাবেক সেনা সদস্য জাহান বক্স ঢাকা থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কলোনিতে নেমে বাড়ি ফিরছিলেন। করতোয়া রোডে একটি মসজিদের সামনে পৌছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
এসময় তার চিৎকারে স্থানীয়রা  উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
 
খা‌লিদ হাসান/এমএমআর