শেখ হাসিনার অধীনেই নির্বাচন- মোহাম্মদ নাসিম


আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন, সমৃদ্ধি ও মাথা উঁচু করে দাঁড়াবার ১০ বছর পূর্তিতে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ ও ১৪দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিসহ জাতীয় ঐক্যের সাথে সম্পৃক্ত দলগুলোকে উদ্দেশ্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্ত বন্ধ করে নির্বাচনের জন্য প্রস্তুত হন। ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। এবার বিনা খেলায় গোল দিতে চাইনা। গতবার নির্বাচনে না খেলে গোল দিতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোল দিতে ভুল করেননা। আর নির্বাচনে না আসলে এবার বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবেনা।
১৪ দলের মুখপাত্র মোঃ নাসিম আরও বলেন, বিগত সময়ে দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল। বাংলাভাই তৈরী করা হয়েছিল। চালু করা হয়েছিল বিচারহীন তার সংস্কৃতি। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ সম্পন্ন করেছে। আর কোন খুনীকে দেশের রাস্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবেনা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অন্ধকার গ্রামগুলো আলোকিত হয়েছে। চলনবিলের বুকচিওে নির্মিত পাঁকারাস্তা দিয়ে কৃষক তাঁর উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। তৈরী হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান। তাই দেশের উন্নয়নকে তরান্বিত করতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
মোঃ নাসিম আরো বলেন, এবার নৌকার প্রতীক যাকে দেয়া হবে তার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আমাদেরও মধ্যে কোন বিভেদ নেই। বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্র পার্টিও আহবায়ক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি এস.কে শিকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট পার্টিও যুগ্ন আহবায়ক ডা. অসিত বরণ রায়, বাসদ নেতা রেজাউর রশিদ খান রেজা, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি ও জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন এমপি।