টাঙ্গাইলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ | ৭১৭

আজ ১৭ ই মে। "শেখ হাসিনার" স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিদেশে থাকায় বেঁচে যাওয়া তাঁর দুই কন্যার দেশে আসা ছিল অনিরাপদ। প্রাণভয় উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। 

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ এক বণাঢ্য র‌্যালী  বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল জেলা অাওয়ামীলীগের কার্যলয়ে আলোচনা সভা করে।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোহারুল ইসলাম (ভিপি যোহের), সাংঠনিক সম্পাদক নাহার আহমেদ, সুভাস চন্দ্র সাহা,এডভোকেট খোরশেদ আলম, তানভির হাসান ছোট মনি প্রমুখ।