সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ এএম, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | ৫৬৩

যশোর, চাঁপাইনবাগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে ৬ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে।

পুলিশ জানায়, যশোরের মনিরামপুরের গাঙ্গুলিয়া জামতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু'দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেংড়াকান্দি এলাকায় মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। 

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জে ও নড়াইলে গুলিতে ২ জন ডাকাত এবং নাটোরে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধ।