মির্জাপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে হত্যা


টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী পরিত্যাক্তা এক মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে বসত ঘরে সিঁদ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মহিলর নাম হামিদা বেগম (৪৫ )। তার পিতার নাম আবু হানিফ। বাড়ি উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর দিঘীরপাড়া গ্রামে।
পুলিশ জানায়, হামিদা বেগম তার পিতার বাড়িতে একাকী বসবাস করতেন। সোমবার সকালে হামিদার এক আতœীয় আতিয়া বেগম বাড়িতে এসে ঘরের দরজা আটকানো ও সিঁদ কাটা দেখতে পান। এসময় তার সন্দেহ হলে প্রতিবেশীদের ডাকেন এবং ঘরের ভেতর হামিদার মৃত দেহ দেখতে পান।
হামিদার মৃত দেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে বাশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক চৌধুরী জানিয়েছেন।