কালিহাতীতে বিশ্ব ‘‘মা’’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা


“ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো। শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বিশ্ব ‘‘মা’’ দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মা দিবসের উদ্দেশ্য প্রতিটি মাকে যথাযথ সম্মান দেয়া। শ্রদ্ধা ও ভালোবাসা দেয়া। যিনি জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। সেই মা অনেক ক্ষেত্রে অবহেলিত। ঘরে-বাইরে সর্বক্ষেত্রে মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্যই দেশে দেশে মা দিবস পালিত হয়।
১৩ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহীনুর রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন ও উপজেলা নাগরিক উদ্যেগের এড়িয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলি।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান, রিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার রিপন হোসেনসহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা মায়েরা।