এফবিআই কর্মকর্তা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৪৮০

এফবিআই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককেবেকে বহিষ্কার করা হয়েছে, যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন তাকে বহিষ্কার করেন।

নিজের ৫০তম জন্মদিনের দুই দিন আগেই বহিষ্কৃত হলেন ম্যাককেবে। যদিও তিনি খুব দ্রুতই অবসরে যেতে চেয়েছিলেন।

সংবাদ মাধ্যমের কাছে অপ্রকাশিত বিষয় জানানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তদন্ত কমিটি।

গত জানুয়ারিতে ম্যাককেবে উপ পরিচালক পদ থেকে পদত্যাগ করেন এবং এরপর তিনি ছুটিতে ছিলেন।  হিলারি ক্লিনটনের ইমেইল বিতর্ক এবং ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপে এফবিআই এর তদন্তে গভীরভাবে জড়িত ছিলেন ম্যাককেবে।

সূত্র বিবিসি

এমএমআর