টিটুকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৬:১৮ পিএম, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ | ৪৬২

রংপুরে ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতার টিটু রায়কে বুধবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

পুলিশ টিটুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এ বি এম জাকির হোসেন।

এদিকে টিটু রায়কে আদালতে হাজির করার সময় উৎসুক জনতাকে ঠেকাতে আদালতের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

এর আগে মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে পুলিশ টিটু রায়কে গ্রেফতার করে।

উল্লেখ্য, টিটু রায়ের ফেসবুকের আইডি থেকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে গত ১০ নভেম্বর জুমার নামাজের পর রংপুরের পাগলাপীর খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। ওইদিন ১১টি হিন্দু পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হয় একজন ও পুলিশসহ আহত হয় ৫০ জন।

ফেসবুক স্ট্যাটাস নিয়ে উত্তেজনার পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু রায়।

টিটু রায়ের গ্রামের বাড়ি রংপুর সদরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন তিনি। দীর্ঘদিন বাড়ির সঙ্গে তার যোগাযোগ নেই বলে দাবি স্বজনদের।