চকরিয়ার ছেলে আসিফের সন্ধান মিলছেনা!


২০ আগস্ট রাত থেকে খোঁজে পাওয়া যাচ্ছেনা ঢেমুশিয়া জমিদার বাড়ীর সন্তান আসিফ চৌধুরী, তা নিখোঁজ আসিফের চাচা ফোনে নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জায়গা-সম্পত্তি বিষয়ক কিছু বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে তাকে হুমকী দেওয়া হচ্ছিল কে বা কারা? কিন্তু হঠাৎ গতরাত থেকে তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজতে বের হলে কোন সন্ধান না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে।
আসিফ ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহব্বায়ক,মাতামহুরী সাংগঠনিক উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি, স্বাধীন মঞ্চের উপ-সমন্বয়ক,কালের কন্ঠ শুভ সংঘের চকরিয়া শাখার কোষাধ্যক্ষ বলে জানা যায়।
আসিফের পরিবার ও বন্ধুবান্দবসহ সবার একটাই আর্জি নিখোঁজ আসিফ কে খোঁজে পেতে সবার কাছে সহযোগিতায় এগিয়ে আসা। আসিফের নিখোঁজে মামলার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।