টাঙ্গাইলে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী পালিত


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫বছর কারাদন্ড রায় দিয়ে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে,ও সকল মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে গণস্বাক্ষর কর্মসূচী পালন করছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এ গণস্বাক্ষর অভিযান। শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচীর উদ্ধোধন করেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সম্পাদক এডভোকেট মমতাজ করিম, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লবসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন।