৫ বিয়ে মাত্র ১৬ বছরেই!

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, সোমবার, ২৩ জুলাই ২০১৮ | ৫০৯

বিয়ের নুন্যতম বয়স হওয়ার ৫ বছর আগেই ৫ টি বিয়ে করে বাল্য ও বহুবিবাহের শৃংখলা ভেঙে চলেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা (১৬) নামের এক কিশোর।

কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। নিরক্ষর কিশোর রানা মাত্র ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। সর্বশেষ  ২০ জুলাই শুক্রবার নতুন করে বিয়ে করার মধ্য দিয়ে ওই কিশোর গত দুই বছরে ৫টি বিয়ে করলো।

এর আগের ৪টি স্ত্রী নানা দেনদরবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়। এরপরও নতুন করে ৫ম বিয়ে করার সংবাদে গ্রামবাসী ওই কিশোর ও তার পরিবারটির ওপর  প্রচণ্ড বিরক্ত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)'র কাছে অভিযোগ করেছে গ্রামবাসী। অভিযোগে বিষয়ে তদন্ত করতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।