বাসাইলে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৫০৭

টাঙ্গাইলের বাসাইলে একটি পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) সকালে বাসাইল বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বৃদ্ধ ও তরুণও রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাসাইল বাজারে একটি পাগলা কুকুরে বিভিন্ন বয়সের ৭ ব্যক্তিকে কামড় দেয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাসাইল বাজারে বাজার করতে এসেছিল। আহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাসাইল থানা পাড়ার সোহেল ও জাহাঙ্গীরনগর এলাকার আব্দুল আজিজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আহতদের মধ্যে ৪জনকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।