ইউপি চেয়ারম্যানের কর্তৃক পরিবার পরিকল্পনা পরিদর্শক লাঞ্চিত

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ | ২০৩২

টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের হাতে পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শক মো. সোহেল রানা শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাট ফতেপুর বাজারে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহেল চেয়ারম্যান আব্দুর রউফকে আসামী করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সোহেল রানা ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফতেপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আমির হোসেন লেবুর ছেলে।

জানা গেছে, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তার লোকজন দিয়ে প্রতি বছর বংশাই নদীর ফতেপুর এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে থাকে। এতে ফতেপুর গ্রামের সোহেল মিয়া, আকাশ মিয়া, আব্দুর রহমান মাস্টার ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীর হোসেন লেবুর ঘর বাড়ির আংশিক নদী গর্ভে বিলীন হয়।

এ বছরও বালু উত্তোলনের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ওই স্থানে ড্রেজার মেশিন ও নৌকা স্থাপন করে। সোহেলসহ স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার সকালে সোহেল বাড়ি হতে তার কর্মস্থলে আসার সময় পথিমধ্যে ফতেপুর নদীর পারে শাহজামালের দোকানের সামনে পৌছালে চেয়ারম্যান আব্দুর রউফ তার মোটরসাইকেলের গতিরোধ করে মারধোর করে। এসময় সোহেলের হাতে থাকা অফিসের দেয়া ট্যাবও ভাংচুর করে। সোহলে রানাকে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।