সখীপুরে জমি নিয়ে বিরোধে যুবক খুন


টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুলাল মিয়া (৩৮) নামে এক যুবক খুন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই গ্রামের আবুল হোসেনসহ ১৮জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন। নিহত দুলাল হোসেন মুচারিয়া পাথার গ্রামের মৃত রাজা মামুদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুচারিয়া পাথার গ্রামের জামাল হোসেনের পরিবার ও চাচা আবুল হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরে গত ৮ আগস্ট বিকেলে ওই দুই পরিবারের সঙ্গে জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে পরদিন গত ৯ আগস্ট (বুধবার) আবুল হোসেন ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে দুলাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় দুলালকে ওইদিন দুপুরে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট রোববার রাতে দুলাল হোসেনের মৃত্যু হয়।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।