মির্জাপুরে প্রবাসী ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | ৭৮৮

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে সদরের এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভেতরের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে শাহিন(এরশাদ-মিলন) শের ব্যান্ডকে(তুসার-সুজন) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম এরশাদ, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী,যুগ্ম সম্পাদক আশরাফ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, খেলার আযোজক শাহিন, হাসনাত প্রমুখ।

সপ্তাহ ব্যাপি এই টুর্ণামেন্টে ২৮ টি দল অংশ নেয়। দুবাই প্রবাসী শাহিন এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী হাসনাত এই টুর্ণামেন্টের আয়োজন করেন।