মধুপুরে ১০০০ কেজি রাবারসহ ৩ চোর আটক

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | ৫৫৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকী এলাকা হতে ১০০০ কেজি রাবারসহ ৩ চোরকে আটক করেছে অরণখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম।

মঙ্গলবার ভোরে সরকারী রাবার বাগান থেকে পিকআপভ্যানে ১০০০০ কেজি রাবার নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অরণখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম কয়েকজন ফোর্স নিয়ে রাবার ভর্তি একটি পিকআপভ্যানের চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করে মধুপুর থানায় নিয়ে আসে।

আটককৃত আসামীরা হলেন- মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ওরফে অপু (২৮), অপর ২ জন আসামী হলেন- শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া (মাঝপাড়া) গ্রামের মোঃ ছরদ আলীর ছেলে ড্রাইভার গোলাম মোস্তফা (২৬) ও একই গ্রামের মৃত- কুকিল উদ্দীনের ছেলে হেলপার শাহজাহান আলী (২৮)।

মধুপুর থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, সরকারী রাবার বাগান থেকে পিকআপভ্যান ভর্তি করে রাবার চুরি করে নেওয়ার সময় আসামীদেরকে গাড়ীসহ আটক করা হয়। এ ব্যাপারে মধুপুর থানায় চুরির মামলা দিয়ে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।