মহেশপুরে বিপুল পরিমান নকল সিগারেটসহ আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২২ এএম, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | ৫৮০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার থেকে বিপুল পরিমান নকল সিগারেটসহ ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে পুড়াপাড়া বাজারের ফারুক বেকারী থেকে নকল সিগারেট জব্দ করা হয়। আটককৃত ফারুক হোসেন যশোরে চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের চুটারহুদো গ্রামের রনক আলীর ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক দাউদ হোসেন জানান, ঢাকা টোব্যাকোর শেখ ব্র্যান্ডের অনুরুপ নামে সিগারেট বিক্রিয় করা আসছিলো ওই ব্যবসায়ী।

এই সংক্রান্ত একটি অভিযোগ ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়ের করে ঢাকা টোব্যাকো কোম্পানী।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের শেখ, এস আই বিপ্লব হোসেন, এ এস আই শেখ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় ১৮’শ প্যাকেট নকল সিগারেটসহ ফারুক হোসেনকে আটক করা হয়।

ব্যবসায়ী ফারুক দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে এমন প্রতারনা ও অসাধু ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।