পুলিশের হাত থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ৪৯৫

ভোলায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার হওয়ার পর থানায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি মোঃ মাকসুদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮ টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশা রাস্তা মাথা নামক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ভোলা সদরের তুুলাতুলি এলাকার মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলে আব্দুল বাশার ও জেলে মাকসুদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আব্দুল বাশারের ৫/৬ জন ও মাকসুদের ৮/৯ জন জেলেদের মধ্য ব্যাপক সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের ৪/৫ জন আহত হয়। তাদের স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রবিবার দুপুরে দিকে জেলে আব্দুল বাশারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামি মো. মাকসুদ ও ৬ নম্বার আসামি তোফায়েলকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে মাকসুদকে ভোলা মডেল থানায় প্রেরণ করার জন্য ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে ভোলা সদরে আসছিল। পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা হজিরহাট এলাকায় আসামিসহ দাঁড়ায়। এসময় মাকসুদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।