টাঙ্গাইলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন


দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি।
বুধবার সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার শাখার আহ্বায়ক আবুল কাশেম, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব ও জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহআলম, যুগ্ম-আহ্ববায়ক এডভোকেট আব্দুল কাদের তুলা, সদস্য সৈয়দ সামসুদৌহা যুবরাজ, শহর জাতীয় আহ্বায়ক আহসান খান আছু, জেলা যুব সংহতির সভাপতি আ. রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক আ. হালিম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।