মির্জাপুরে গলায় উড়না পেঁচিয়ে গৃহিনীর আত্মহত্যা

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫ এএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ৫৮২

টাঙ্গাইলের মির্জাপুরে গলায় উড়না পেঁচিয়ে মর্জিনা বেগম (২২) নামের এক মহিলা আত্মহত্যা করেছে। 
    
বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা পাকুল্যা গ্রামের মো. কাদের মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্র জানায়, মর্জিনা ৭ মাস পূর্বে বিয়ে করে স্বামী নিয়ে বাবার বাড়ি থাকতেন। পরে তারা গতকাল বুধবার মেয়ের বাবার বাড়ির প্রতিবেশী মান্নান ভূইয়ার বাসা ভাড়া নেয়। 

বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া হয়। এসময় স্বামীর সাথে ঝগড়ার জের ধরে বেলা সাড়ে ৪টার দিকে ঐ ভাড়াটিয়া বাড়ির ঘরের ভেতরে গলায় উড়না পেচিয়ে ফাঁস দেয়। 

পরে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায় স্বামী রিপন। ইতিপূর্বে নিহত মর্জিনার আরও দুটি বিবাহ হয়েছিলো বলেও জানা গেছে এবং ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।