ভূঞাপুরে টাঙ্গাইল জেলা পুলিশের ত্রাণ বিতরণ

মামুন সরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৯ এএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৪১৯

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামসহ অন্যান্যরা।

এসময় প্রত্যেক পরিবারের মাঝে শুকনো খাবার, ডাল, তেল, লবন, খাবার স্যালাইন ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।