অভিযোগ পেয়ে দুদকের অভিযান

দালালে ভর্তি ঝিনাইদহ পাসপোর্ট অফিস

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ
প্রকাশিত: ০১:০৮ পিএম, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ | ৬১৯

গ্রাহক ভোগান্তি, ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চার জেলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঝিনাইদহ থেকে দুদকের হটলাইন ১০৬-এ আসা অভিযোগের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট হতে রংপুর, যশোর, রাঙামাটি ও খুলনা জেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিস, ঝিনাইদহ, রাঙ্গামাটি ও সাতক্ষীরা জেলা পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দুদকের ওই টিম।

পাসপোর্ট অফিসের সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগসমূহ লিপিবদ্ধ করে এবং দুদক টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে পাসপোর্ট সংক্রান্ত নানাবিধ জটিলতার নিরসন করা হয়। দালাল ছাড়া পাসপোর্ট জমা দিতে গেলে অফিস থেকে নানা ভুল দেখিয়ে হয়রানি করা হয়।

মো. শহীদুল জানান, প্রত্যেক পাসপোর্টে নির্ধারিত ব্যয়ের তুলনায় কমপক্ষে ২০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হয়। দুদক টিম পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে দালাল নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।