ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা


প্রতিবেশীর বাড়িতে দাওয়াত দিতে এসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করেছে সিরাজুল (২৭ ) নামের এক বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে।
জানা গেছে, চরবিলসা গ্রামের ধলু মিয়ার বখাটে ছেলে সিরাজুল একই গ্রামের আলম মিয়ার স্কুল পড়–য়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করত।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সিরাজুল তার বাড়ির এক অনুষ্ঠানের দাওয়াত দিতে যায় আলমের বাড়িতে। আলমের মেযে ওই সময ঘরে একা টিভি দেখতেছিল। এই সুজোগে সিরাজুল ঘরে ঢুকে দরজা আটকিয়ে দিয়ে মেয়েটিকে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে।
মেয়েটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে সিরাজুল পালিয়ে যায়। গ্রাম্য শালিসে বিষয়টি মিমাংসার চেষ্টা করলে উল্টো মেয়ের পরিবারকে বখাটে সিরাজুল হমকি দেয়।
পরে শনিবার দুপুরে মেয়েটির বাবা আলম মিয়া মির্জাপুর থানায় সিরাজুর সহ চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন বিষয়টি পারিবারিক বিরোধ সংক্রান্ত ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে তিনি উল্লেখ করেন।