মির্জাপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | ৪৮৭

টাঙ্গাইলের মির্জাপুরে হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত প্রবাসী মির্জাপুর পৌর শহরের প্রফেসর পাড়া গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) বলে জানা গেছে।

সূত্র জানায়, গত ০৮ মার্চ প্রবাস সৌদিআরব ফেরত জাকির হোসেন বাড়িতে আসার পর থেকেই মন ইচ্ছেমতো ঘোরাফেরা করছিলো। তবে করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে প্রশাসন গোপন সংবাদ পায় সে ডাচ্ বাংলা ব্যাংক মির্জাপুর শাখায় অবস্থান করছেন। পরে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনের রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা দেয়া হয়। বর্তমানে তিনি হোমকোয়ারেন্টিনে অবস্থান করছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় তাকে দন্ডবিধির ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে। প্রবাস ফেরত সকলকে হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শও দেন তিনি। তবে এ নির্দেশনা অমান্যকারী কাউকেউ ছাড় দেয়া হবেনা বলেও উল্লেখ করেন তিনি।