জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, রোববার, ৩ মার্চ ২০১৯ | ৪৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জাতীয় পতাকা হলো জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা করা সকল সৈনিক এর পবিত্র দায়িত্ব।

রোববার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) ‘জাতীয় পতাকা প্রদান-২০১৯’ ও সেনানিবাসে আয়োজিত ৭, ৮, ৯ ও ১০ নম্বর কন্টিজেনের বীরদের কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।

এবং বলেন: জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, এবারও রাষ্ট্রপরিচালনার সময়ে যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে।