নাগরপুরে বাইক চাপায় বৃদ্ধ নিহত


টাঙ্গাইলের নাগরপুরে মটর বাইক চাপায় ধলু শেখ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার ধুবড়িয়া বাস স্ট্যান্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতি দুটি মোটর বাইক চাপা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ধলু শেখ ভাদ্রা ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামের মৃত কালা চাদের ছেলে। মৃতের ভাতিজা সেতাব মিয়া জানান, সকাল ৯ টার সময় চাচা (ধলু শেখ) মেয়ের বাসায় যাওয়ার পথে উপজেলার ধুবড়িয়া বাস ষ্টান্ড সংলগ্ন সেনমাইজাল নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে বেপড়োয়া গতিতে আসা দুইটি মোটর সাইকেল তাকে সজোরে চাপা দেয়।
স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।