মিরপুরে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৬


রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলী ওয়াশিং লি. নামে একটি কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো অনেকেই দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, মরদেহগুলো ওয়াকিং কারখানার ভবনে পাওয়া গেছে। সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেমিক্যাল গোডাউন ভবনের আগুন নেভানোর কাজ চলছে।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে ওয়াশিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
এদিকে এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সংগঠনটি।
এ ছাড়া এক বিবৃতিতে বিজিএমইএ দাবি করেছে, মিরপুরের শিয়ালবাড়িতে যে কারখানায় আগুন লেগেছে, তা বিজিএমইএ-এর সদস্যভুক্ত কোনো পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়।