নাটোরে শহীদ দিবসে স্বজন সমাবেশের দেয়ালিকা প্রকাশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৯ পিএম, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | ৫০২

নাটোরের বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দেয়ালিকা ‘হৃদয়ে বায়ান্ন’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার এ উপলক্ষ্যে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি ও স্বজন সমাবেশের উপদেষ্টা খাদেমুল ইসলাম প্রধান অতিথি হিসাবে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, স্বজন সমাবেশের যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম আসমত, স্কুল শিক্ষক আব্দুল হান্নান বিএসসি, মোশাররফ হোসেন বাবু, শাহানারা পারভীন, স্বজন সদস্য খাদিজাতুল কুবরা ও আল্পনা খাতুন বক্তব্য রাখেন।

/ফিরোজ আহমেদ