ঠাকুরগাঁওয়ে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০
ঠাকুরগাঁওয়ে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার (৪ নভেম্বর) সকালে জেলা সদরের মাদারগঞ্জ ফুটানি বাজার এলাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়াপুর এলাকার দেড় বিঘা জমি নিয়ে আফাজউদ্দিন ও হানিফ উদ্দিন নাম দুই ব্যক্তির মধ্যে বিরোধ রয়েছে।
রোববার (৪ নভেম্বর) সকালে জেলা সদরের মাদারগঞ্জ ফুটানি বাজার এলাকায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়াপুর এলাকার দেড় বিঘা জমি নিয়ে আফাজউদ্দিন ও হানিফ উদ্দিন নাম দুই ব্যক্তির মধ্যে বিরোধ রয়েছে।
দুই বছর ধরে জমিটি নিয়ে মামলা চলছে। ওই জমিতে আফাজউদ্দিন গ্রুপের লোকজন প্রথমে ধান রোপন করেছিলেন। পরে সেই ধান নষ্ট করে হানিফ গ্রুপের লোকজন আবার সেখানে ধান চাষ করেন।
সকালে হানিফ গ্রুপের লোকজন ওই ধান কাটতে গেলে আফাজউদ্দিনের লোকজন তাদের ওপর হামলা করেন। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
