দেলদুয়ারে ত্রৈমাসিক বহুপাক্ষিক অংশীজন প্রতিফলন কর্মশালা অনুষ্ঠিত

রবিবার (১১ মার্চ) টাঙ্গাইলের দেলদুয়ারে বীজ বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রৈমাসিক বহুপাক্ষিক অংশীজন প্রতিফলন কর্মশালা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেবের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, উপজেলা সেনেটারী ইন্সপেকটর পুতুল রাণী সাহা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন বীজ বিস্তার ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ফাহিমা খাতুন লিজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীজ বিস্তার ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর রবিউল ইসলাম চুন্নু।
কর্মশালায় পোল্ট্রি খামারী, খাদ্য ডিলার, বিক্রেতা, ভোক্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।