শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে

কালিহাতীতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ২১৯

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী বাস্তবায়নে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

১১ মার্চ সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি কালিহাতী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্তরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল করিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইদ্রিস আলী, সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, মসিন্দা চেচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ সাহা, সল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক মোল্লা প্রমুখ।

শুভ্র মজুমদার/পিএইচ