কালিহাতীতে নতুন রেলস্টেশনের অনুমোদন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩০ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ | ৮২৫
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপ-শহর এলেঙ্গাতে রেলষ্টেশনের অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আবেদনের প্রেক্ষিতে ৫৪.০১.২৬০০.০১১.০৫.০০০.১৭ নং- স্বারক ১৮অক্টোবর রেলভবনের পরিচালক(প্রকৌশল) মামুনুল ইসলাম এ সংক্রান্ত সার্কুলার জারি করেন।

জানাযায়, চায়না সরকারের অর্থায়নে জি টু জি ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর হতে ইশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ “প্রকল্পের অধীনে টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলার এলেঙ্গা ‘বি’ শ্রেণীর রেলওয়ে স্টেশন নির্মাণ করা হবে।

উল্লেখ্য, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি, বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী চলতি বছরের ২রা এপ্রিল এলেঙ্গাতে রেলস্টেশন চেয়ে রেল মন্ত্রী বরাবর একটি ডিও লেটার প্রদান করেন।

স্বারক নং-বাজাস/১০ম/টাঙ্গাইল-৪/২০১৭-২৩। কালিহাতী তথা উত্তর টাঙ্গাইলের ২০ লাখ মানুষের প্রাণের দাবী ছিল এলেঙ্গাতে রেলস্টেশন স্থাপন। অতি জন গুরুত্বপূর্ণ এলেঙ্গার এই রেলস্টেশনটি অতিদ্রুত স্থাপনের জন্য স্থানীয় এমপি সোহেল হাজারী সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বাস্তবায়নের দাবী করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি কর্তৃক ডিও লেটার প্রদানের ৬ মাসের মধ্যে এলেঙ্গাতে রেলস্টেশন স্থাপনের অনুমোদন দিলো রেলপথ মন্ত্রণালয়।

এলেঙ্গাতে রেলস্টেশন স্থাপনের সংবাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কালিহাতী তথা উত্তর টাঙ্গাইলের ২০ লাখ মানুষের মাঝে।

এলেঙ্গা রেলষ্টেশন স্থাপনের অনুমোদনের বিষয়ে কালিহাতীর এম.পি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, এলেঙ্গাতে রেলষ্টেশন স্থাপিত হলে উত্তর টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, ঘাটাইল, গোপালপুর, মধুপুর, ধনবাড়ী, সখিপুরের কিছু অংশ, জামালপুরের দক্ষিণাংশ, ময়ময়নসিংহের দক্ষিণের কিছু অংশের প্রায় ২০ লাখ মানুষ রেলের সেবা পাবে।