মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পক্ষে ৪ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত্রি ১২.২০ মিনিটের দিকে উপজেলা সদরের নতুন বাইপাস এলাকায় এ দূর্ঘটনার সুত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা মেট্টা-ব ১৪-৪৮৫০ ও বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাক বগুড়া-ট ১১-০৪৮২ দুটি যানবাহন ঐ স্থানে পৌঁছালে ট্রাকটি ওভারট্র্যাক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে থাকা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়।
এ ঘটনায় আহতদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকলেই চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন কুমুদিনী প্রশাসন বিভাগের কর্মকর্তা স্বপন কুমার মন্ডল।
এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন মির্জাপুর থানা পুলিশের সদস্যরা।
মির্জাপুর থানা পুলিশের এস আই কমল সরকার জানায়, বাস ও ট্রাকের দুই ড্রাইভার পলাতক রয়েছে এবং আহতরা কুমুদিনী হাসপাতালে চিকিৎস্বাধীন রয়েছে। দূর্ঘটনাকবলিত দুটি যানবাহনকে মহাসড়কের উপর থেকে রেকারের মাধ্যমে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে বলে উল্লেখ করেন তিনি।