নাগরপুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা


টাঙ্গাইলের নাগরপুরে ২দিন ব্যাপী উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ও মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও কলেজ এ প্রতিযোগীতার আয়োজন করে। প্রথম দিন মাধ্যমিক বিদ্যালয় ও ২য় দিন কলেজ এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করবেন। প্রথম দিন নাগরপুর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। ২য় দিন মঙ্গলবার ৫টি কলেজ অংশ নিবেন।
উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা ২০১৯ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষাথী বৃন্দ উপস্থিত ছিলেন।